বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল ও গ্যাস আমদানি বেসরকারিখাতে উন্মুক্ত করতে চায় সরকার। অর্থাৎ বেসরকারি খাতের কেউ যদি তেল-গ্যাস আমদানি করতে চায় তাহলে করতে পারবে। আজ (শনিবার) রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘এনার্জি ট্রান্সমিশন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে কেউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চাইলেও পারবে। ডিজেলচালিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী জুনে ডিজেলচালিত বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। শুধু ডিজেলচালিত কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র রাখা হবে। জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি ও সাশ্রয়ী হতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতেও সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করা হবে।

নসরুল হামিদ বলেন, ‘জুন মাসের পর থেকে আর ডিজেল পাওয়ার প্লান্ট থাকছে না। আগামী ৪/৫ বছরের মধ্যে স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা হবে, সহজ হবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা’।

গ্যাসের দাম বৃদ্ধি বাংলাদেশের জন্য আশীর্বাদ উল্লেখ করে করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দামবৃদ্ধি বাংলাদেশের জন্য আশীর্বাদ। কারণ, এখন আমাদের কাছে ডিপ সিতে (গভীর সমুদ্রে) এক্সেপ্লোরেশনের (খনন) জন্য অফার আসছে। আগে কোনো পার্টিই পাওয়া যায়নি’।