প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেনাবাহিনীকে আরো শক্তিশালী এবং আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। তবে যুদ্ধ নয়, শান্তি বজায় রেখে দেশের সার্বোভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সচেষ্ট থাকার নির্দেশ দেন তিনি। রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে বিএমএ’তে কুচকাওয়াজ পরিদর্শন করে এসব বলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বেুদ্ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমীতে রোববার ৮৩ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্যারেডের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য এস এম জহিরুল ইসলাম নিলয়কে সেনাবাহিনী স্বর্ণপদক এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য লাবিব জোহায়ের নূর আনানকে সোর্ড অফ অনার প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই দেশের আর্থসামাজিক উন্নয়নের যেমন কাজ করছে, তেমনি দেশের নিরাপত্তা এবং সার্বোভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীকে যুগোপোযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
লক্ষ্য স্থির রেখে কাজ করায় দেশ আজ এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেনাবাহিনীর নবীন কর্মকর্তারা দুই হাজার এক চল্লিশের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কারিগর হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।