দেশের অগ্রযাত্রাকে রুখতে একটি গোষ্ঠি আবারো ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১০ই ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সংঘাতের উসকানি দিচ্ছে।

আজ (বৃহস্পতিবার) কুমিল­¬া আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, লাশ ফেলার ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি। দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্তক পাহারায় থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, উসকানি দিলে সমুচিত জবাব দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে বিজয়ের মাসে, খেলা হবে ফুটবল বিশ্বকাপে, এখন হচ্ছে রাজনীতির মাঠে। কুমিল্লার মানুষ খেলতে প্রস্তুত।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ-সম্প্রদায়িকের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা সরকার আবারও দরকার। দুনীতি বিরুদ্ধে খেলা হবে। যারা দেশে ভুয়া ভোটার তৈরি করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।

এর আগে সকাল ১০টা থেকে কুমিল­ার বিভিন্ন উপজেলার থেকে নেতাকর্মীরা সম্মেলনে মঞ্চের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয়। পরে কোরআন পাঠের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দলীয় সংগীত পরিবেশনের পরে স্থানীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলন উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ত্রি-বার্ষিক সম্মেলন পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুর নাহার লাইলী,আবুল হাসেম এমপি,নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আনঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দিসহ নেতৃবৃন্দরা।