আফ্রিকার দেশ কঙ্গোর ভয়াবহ বন্যা আর ভূমিধসে প্রাণহানি বেড়ে দাড়িঁয়েছে ১৪০ জনে। এছাড়া, এখনও খোঁজ মিলছে না ১২ জনের। আজ (বৃহস্পতিবার) আমেরিকান সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টেও খবরে এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কিনশাসা ও আশপাশের এলাকাগুলো কাদাপানিতে প্লাবিত হয়ে গেছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন চারেক সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী জ্যঁ-মিশেল সামা লুকোন্দে  এক টেলিভিশন ভাষণে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। প্রাথমিকভাবে মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা বিভিন্ন বার্তা সংস্থাকে জানান, কিনশাসা ও আশপাশের প্রায় ২৪টি এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যাকবলিত, যেখানে অনেক মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত নগরায়ণ শহরটিকে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও বাড়ছে।