স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিচ্ছিনতাবাদ কিংবা কোনো রকম জঙ্গী কার্যক্রম সহ্য করা হবে না সীমান্তে। তিনি বলেন, দুর্গম এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আকাশপথেও সক্ষমতা বাড়ানো হচ্ছে। আজ (শুক্রবার) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের বিজয় দিবস স্মরণে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরও, এর অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দু’টি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এছাড়া আরও দুটি হেলিকপ্টার পুলিশের জন্য নিয়ে আসা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোটা নিয়ন্ত্রণে না হলেও বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে।

যুদ্ধ শিশুদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধ শিশু ও মাতাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি ট্রাস্ট গঠন করে গেছেন। আর যেখানে বঙ্গবন্ধু নিজেই বলেছেন তোমরা সব আমার সন্তান, এরপরে আর কোনও কথা থাকে না।’

এ সময় বুয়েট ছাত্র ফারদিন হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভ্রান্তি না ছড়িয়ে তদন্তকারী সংস্থার ওপর আস্থা রাখতে হবে। কোনো রকম সন্দেহ থাকলে তাদের কাছ থেকেই পরিষ্কার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।