অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূতের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
২০ বছরের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থার দূতের ভূমিকা পালন করা জোলি বলেন, জাতিসংঘের অনেক কর্মসূচি রয়েছে যেগুলোতে কাজ করে যাবো। আমি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে আগামীতে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, শরণার্থীরা হলেন সেই ব্যক্তিরা যাদের আমি বিশ্বের সবচেয়ে বেশি প্রশংসা করি এবং আমি আমার বাকি জীবন তাদের সাথে কাজ করার জন্য নিবেদিত। ২০ বছর জাতিসংঘের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে এখন আমার ভিন্নভাবে কাজের সময় এসেছে।
জোলি যে সংস্থাগুলোর সাথে কাজ করার পরিকল্পনা করছেন সে সম্পর্কে কোন বিশদ বিবরণ দেননি। ইউএনএইচসিআর এক বিবৃতিতে বলেছে যে, অ্যাঞ্জেলিনা জোলি “বিস্তৃত মানবিক ও মানবাধিকার ইস্যুতে নিযুক্ত হবেন”।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে ইউএনএইচসিআর’র সাথে কাজ করেছেন হলিউডের প্রভাবশালী এই অভিনেত্রী, ২০১২ সালে সংস্থার বিশেষ দূত হয়েছিলেন। সাম্প্রতিক মাসগুলিতে তিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, ইয়েমেন এবং বুরকিনা ফাসোতে বাস্তুচ্যুত মানুষের সাথে দেখা করেছেন। রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশেও এসেছিলেন ২০১৯ সালে।