ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে দুই পুলিশ সদস্য। আজ (রোববার) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলার ঘটনা ঘটে।
২০১৭ সালে কুর্দী বাহিনীর কাছ থেকে শহরটি দখল করে নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী। কোনো গোষ্ঠীই রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকের কর্মকর্তারা ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী করেছেন হামলার জন্য।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাফারা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। আহত পুলিশ কর্মকর্তাদের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় পুলিশের গুলিতে একজন আততায়ী নিহত হয়েছে এবং আমরা অন্যদের খুঁজছি।
এর আগে, বুধবার বাগদাদের কাছে রাস্তার পাশের বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।