বয়স ৩৫, জেতা হয়ে গেছে সবচেয়ে আরাধ্য ফুটবল বিশকাপের শিরোপা, তাতে অনেকের ধারণা ছিল জাতীয় দলের জার্সি হয়তো তুলে রাখবেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপ জয়ের পর এলএম টেন জানালেন এখনই জাতীয় দলকে বিদায় বলছেন না তিনি। আকাশি-সাদা জার্সিতে খেলা চালিয়ে যাবেন।

বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’

তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে সব শিরোপা জয় করতে পেরে ভাগ্যবান। এত দিন এই বিশ্বকাপটাই একমাত্র মিসিং ছিল। আমি অন্য সবাইকে নিয়ে এই বিশ্বকাপ উপভোগ করতে চাই।’

রোববার কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোল শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হয়।

এই জয়ের মাধ্যমে মেসি বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি লাভ করেন বলে অনেকে মনে করছেন।

১,০০৩ ম্যাচ, ৭৯৩ গোল, ৭ ব্যালন ডি’অর, ১ বিশ্বকাপ : সর্বকালের সেরা ফুটবলার মেসি?

এত দিন একটা ট্রফিই তার ক্যাবিনেটে ছিল না। যে কারণে তাকে দিয়েগো ম্যারাডোনা, পেলেদের থেকে অনেকেই কিছুটা পিছিয়ে রাখতেন। কিন্তু রোববার রাতে কাতারে ওই অধরা বিশ্বকাপও জিতলেন লিওনেল মেসি। তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মেসিই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার?

রোববার কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তারপর আর্জেন্টিনার যে দ্বিতীয় গোলটা হয়, সেটা কার্যত তৈরি করে দেন ফুটবলের এই রাজপুত্রই। মাঝমাঠের নিচ থেকে দুটি টাচে ফ্রান্সের রক্ষণকে ছন্নছাড়া করে দেন। তারপর ১০৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ফের এগিয়ে দেন মেসি। পেনাল্টি থেকেও গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক।

শুধু ফাইনালেই যে মেসি ম্যাজিক দেখেছে বিশ্ব, তা মোটেও নয়। এবার বিশ্বকাপ দুনিয়াটা ছিল মেসির। ওই দুনিয়ায় বাকিরা খেলতে এসেছিলেন। মেসি যেন কোনো চিত্রশিল্পী হয়ে উঠেছিলেন, যিনি নিজের ইচ্ছামতো ছবি আঁকছিলেন। তাতে কেউ কিছু করতে পারছিলেন না। এবারের বিশ্বকাপে মোট সাতটি গোল করেছেন। সবমিলিয়ে বিশ্বকাপে মোট ১৩টি গোল করেছেন মেসি। যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।