পৃথিবীর বাইরে পানির অস্তিত্ব থাকা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল এবং অনুসন্ধানের শেষ নেই। তাই এবার একদল গবেষক বেশ নিশ্চয়তা দিয়ে দাবি করেছেন, ‘পানি দিয়ে ঢাকা’ দুটি গ্রহ আবিষ্কার করেছেন তাঁরা। পৃথিবী থেকে ২১৪ আলোকবর্ষ দূরে লিরা নক্ষত্রমণ্ডলে কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি নামের দুটি গ্রহে দুটি গ্রহে বিপুল পরিমাণ পানি রয়েছে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গ্রহ দুটি ঘুরছে একটি বামনাকারের লাল নক্ষত্রকে ঘিরে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার অ্যাস্ট্রনমিতে’ পানিসমৃদ্ধ গ্রহের সন্ধান পাওয়া নিয়ে গবেষণা প্রকাশ করে। প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, আমাদের সৌরজগৎ থেকে প্রায় ২১৪ আলোকবর্ষ দূরের এক সৌরজগতে কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি নামের এই দুটি গ্রহ অবস্থান করছে। এক আলোকবর্ষ দূরত্ব হচ্ছে আলো এক বছরে যতটা পথ ভ্রমণ করে সেই দৈর্ঘ্য।

গ্রহ দুটির গতিপ্রকৃতি দেখে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা, তাতে পানির বিপুল ভাণ্ডার রয়েছে। কানাডার একটি বিশ্ববিদ্যালয় এক্সোপ্ল্যানেট নিয়ে গবেষণা করেছিল। তাদের গবেষণা প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

গ্রহ দুটিই আকারে পৃথিবীর অর্ধেক। যে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ দু’টি ঘুরছে সেই নক্ষত্রসহ গ্রহ দুটি আবিষ্কার করেছিল নাসার কেপলার টেলিস্কোপ। সেই গ্রহ দু’টিকে পর্যবেক্ষণ করে পাওয়া নানা তথ্য খতিয়ে দেখে বিজ্ঞানীরা মনে করছেন, সেখানে এমন কিছু আছে যা পাথরের থেকে হালকা কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের থেকে ভারী।