নানা সংকট থাকলেও পহেলা জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার(২০শে ডিসেম্বর) দুপুরে, নাটোর জেলা শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী  বলেন, ‘আগামী বছর থেকে দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে। এই শিক্ষাক্রমে প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সকল ক্ষেত্রে শুধু পরিবর্তন নয় রূপান্তর করার চেষ্টা করেছি।’

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ বিশ্ব বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করে। শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন। দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি মরিয়া হয়ে উঠেছে। তবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবে। এজন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অগ্রনী ভূমিকা রাখতে হবে’।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী কেউ রাজনীতি করার সুযোগ পাবে না। ২০১৩ সালের আগুণ সন্ত্রাসের হোতা স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। জনবিচ্ছিন্ন দলটি আবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সমবেত হচ্ছে। যারা অশান্তির জন্য চেষ্টা করেছে, যুদ্ধাপরাধীদের বিচারে বাঁধা দেয়ার চেষ্টা করছে। সেই অশান্তিকারীদের আর কোন জায়গা ছেড়ে দেয়া হবে না। দেশে বিরোধী দল সরকারী দল থাকবে রাজনীতিও থাকবে কিন্তু স্বাধীনতাবিরোধী কেউ রাজনীতি করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন জাতিকে স্বপ্ন দেখাচ্ছিলেন দেশ গঠনে মনোনিবেশ করেছিলেন তাকে হত্যার মধ্য দিয়ে সামরিক পোশাকে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সংবিধান লংঘন করে মানুষ হত্যা করে করেছিল নির্বিচারে। সেই সময় বিনাবিচারে মানুষ হত্যা করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে? মানুষ হত্যা কোন গণতন্ত্রের অংশ? হ্যা না ভোট দিয়ে সামরিক পোশাকে থেকে অবৈধ ক্ষমতাকে বৈধতা দিতে নানা অপকর্ম করেছিল। আজ সেই গণতন্ত্র হত্যাকারীদের কাছেই গণতন্ত্রের কথা শুনি। তারা ক্ষমতা পেয়ে মুক্তিযোদ্ধা হত্যা, ৭ মার্চের ভাষন নিষিদ্ধ করেছিল। বাংলাদেশকে মৃত্যপুরীতে পরিণত করা হয়েছিল। তারপর ২১বছর দেশ উদ্দেশ্যহীন পথে হেটেছিল বাংলাদেশ যার কারনে কাঙ্খিত উন্নয়ন পায়নি জাতি।’

স্থানীয় সূধীজনদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সকল বৈষ্ণিক সংকট ও কাগজের মূল্যবৃদ্ধিসহ নানা সংকট কাটিয়ে  জানুয়ারির ০১ তারিখেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপিসহ নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মশিউর রহমান।

অনুষ্ঠানে জেলার জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে মন্ত্রী শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।