আওয়ামী লীগ আগামী দিনেও দেশে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যারা এ দেশে ভাষার অধিকার এনে দিয়েছে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এমনকি বাঙালির গণতন্ত্র পুনরুদ্ধারের সব আন্দোলনের নেতৃত্ব দিয়ে তা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ দেশের উন্নয়নের যে স্বপ্ন বাঙালি দেখছে, তা আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। কাজেই ঐতিহ্যবাহী এই দলের ত্রিবার্ষিক সম্মেলনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে থাকবে। তবে আওয়ামী লীগ যেহেতু আইন মেনে দল পরিচালনা করে, তাই আওয়ামী লীগ এখন বাঙালিকে নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনেও নেতৃত্ব দিয়ে বাঙালির সব আশা-আকাক্সক্ষা পূরণ করবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়েই আওয়ামী লীগের নেতৃত্ব বেছে নেয়া হবে। এসময় মন্ত্রী জানান, আগামী ৩১শে ডিসেম্বর নতুন বছরের পাঠ্যবইয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পহেলা জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে।

বই বিতরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ৩১শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ জন্য পহেলা জানুয়ারিতে যেন শিশুরা নতুন বই হাতে পায়, তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে.আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল­ুর রহমান জুয়েল ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাশ