ঢাকার মেট্রো রেল উদ্বোধনের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী বুধবার (২৮শে ডিসেম্বর) মেট্রো রেলের প্রথম অংশের উদ্বোধন হবে। পরের দিন থেকেই প্রাথমিকভাবে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এ উড়াল ট্রেন। এ পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। উদ্বোধনের দিনই এ দুটি স্টেশন খুলে দেওয়া হবে। সে মোতাবেক সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মেট্রোরেলের এ অংশের বাকি সাতটি স্টেশনও পর্যায়ক্রমে ধাপে ধাপে খোলা হবে।
সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনের পর কিছুদিন মেট্রোরেল দিনে চার ঘণ্টা করে চলাচল করবে। এজন্য পাঁচটি ট্রেন থাকবে। তবে এরই মধ্যে ১২টি ট্রেন পরীক্ষা–নিরীক্ষা করে প্রস্তুত রাখা হয়েছে। শুরুর দিকে পাঁচটি ট্রেনের বেশি প্রয়োজন হবে না। মাস তিনেক পর হয়তো সবগুলো ট্রেন চলাচল শুরু করবে।
তবে মেট্রোরেল প্রতিদিন এই চার ঘণ্টা একটানা চলবে নাকি সকাল–বিকেল দুই ভাগে চার ঘণ্টা চালানো হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে এ শিডিউল ঠিক করা হবে।
ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) বলেন, প্রথম দিন মাত্র দুটি স্টেশন খুলে দেওয়া হবে। একটি উত্তরা উত্তর স্টেশন অন্যটি আগারগাঁও স্টেশন। মেট্রোরেলের ধারণা আমাদের জন্য একেবারেই নতুন, তাই শুরুতে যাত্রীদের প্রশিক্ষণের বিষয়ও আছে। পরে যাত্রী চাহিদা অনুযায়ী এক এক করে অন্য স্টেশনগুলো খোলা হবে। এরমধ্যে মিরপুর স্টেশনটি হয়তো অন্যগুলোর আগে খুলে দেওয়া হতে পারে।
আগামী ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে শেষ মূহূর্তের কিছু কাজ হচ্ছে এখন।মিরপুরের রোকেয়া সরণীর মেট্রোরেলের নিচের সড়কজুড়ে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। মানুষ অপেক্ষায় আছে সড়কের যানজটের যন্ত্ররা এড়িয়ে ওপরে ট্রেনে চড়ে গন্তব্যে যাওয়ার।
উত্তরার দিয়াবাড়ী মেট্রো রেলের মূল স্টেশন থেকে এখন ট্রেন চলবে আগারগাঁও পর্যন্ত।এই পথে চলাচলকারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে। দ্বিতীয় ধাপে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ ২০২৪ সালে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।