সবুজ পতাকা উড়িয়ে মেট্রোরেলের সফল যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে উত্তরার দিয়াবড়ি প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটেন তিনি। প্রথমে নিরাপত্তারক্ষীদের বহনকারী একটি ট্রেনের যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।

তার আগে প্রধানমন্ত্রী মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তাঁর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন। পরে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন।

এর আগে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি জানান, মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে একই সঙ্গে প্রযুক্তিতে বাংলাদেশ চারটি মাইলফলক ছুঁয়েছে। তিনি বলেন, এরমধ্যে প্রথমত, মেট্রোরেল নিজেই একটি মাইলফলক। দ্বিতীয়ত, বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক যানের যুগে প্রবেশ করলো। তৃতীয়ত, ডিজিটাল রিমোট কন্ট্রোল যান এটি, যেটি স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের একটি ধাপে এগুলো বাংলাদেশ। চতুর্থত, বাংলাদেশ দ্রুতগতিসম্পন্ন যানের যুগে প্রবেশ করল, এটি ঘণ্টায় ১১০ কিলোমিটার দ্রুতগতিতে চলবে।