দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় প্রদেশ জংলেইয়ে জাতিগত সংঘাতে গত চার দিনে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। দেশটির প্রদেশের গুমুরুক ও লিকুয়াঙ্গোলে জেলায় নুয়ের জাতিগোষ্ঠীর একটি দল অপর নৃগোষ্ঠী মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালায়, সেই হামলাই গত কয়েকদিনে রূপ নিয়েছে জাতিগত সংঘাতে। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।

জংলেই প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা আব্রাহাম কেলাং রয়টার্সকে জানান, নিহত এই ৫৬ জনের মধ্যে ৫১ জনই নুয়ের নৃগোষ্ঠীর, বাকি ৫ জন মুরলে।

‘সরকারের পক্ষ থেকে এই দুই সম্প্রদায়ের লোকজনদের শান্ত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু সেসব তেমন কাজে আসছে না। এখনও তাদের সংঘাত চলছে,’ রয়টার্সকে বলেন আব্রাহাম কেলাং।

পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদান একসময় সুদানের অংশ ছিল। ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সার্বভৌম রাষ্ট্রের পরিচিতি পায় দেশটি।