অবশেষে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো মেট্রোরেলের দুয়ার। আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া ৮টা থেকে বহুল প্রতিক্ষীত মেট্রোরেলের দরজা খুলে দেয়া হয়েছে সাধারণ যাত্রীদের জন্য। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম ট্রেন। অন্যদিকে আগারগাঁও থেকে উত্তরার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়েছে আরেকটি ট্রেন। সকাল থেকে উভয় স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আগারগাঁও ও উত্তরা স্টেশনের বাইরে অপেক্ষামান যাত্রীদের দীর্ঘলাইন তৈরি হয়েছে।

আজ আগারগাঁও থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল ৮টা ১৮ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে ৮টা ২২ মিনিটে। এছাড়া তৃতীয় ট্রেন ছাড়বে সকাল ৯টা ২৬ মিনিটে। প্রথম ট্রেনে ৭৫ জন ও পরবর্তীতে প্রতিটি ট্রেনে ৫০ জন করে যাত্রী নিয়েছেন। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

No description available.

মেট্রোরেল সকাল আটটায় থেকে যাত্রা শুরু করে চলবে বেলা ১২টা পর্যন্ত। মাত্র ১০ মিনিটেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পৌঁছে যাবে ৬০ টাকা খরচ করে। প্রতি ১০ মিনিট পর পর ট্রেন ছাড়বে। ট্রেন চলবে মোট ১০টি। মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মাঝে কোথাও আপাতত থামছে না।

সাধারণ যাত্রীদের কর্তৃপক্ষ জানিয়ে মেট্রোরেলে কোনও ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না। বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না এবং প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া দাওয়াও নিষেধ। প্ল্যাটফর্মের কোথাও কোনও ময়লা ফেলা যাবে না।

সেখানে আরও বলা হয়, মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না। এছাড়া নিচু স্বরে কথা বলতে হবে।

No description available.

এমএএন ছিদ্দিক জানান, ‘ট্রেনের উঠার আগে স্টেশন থেকে একক যাত্রার কার্ড ও র‌্যাপিড পাস কার্ড নেওয়া যাবে। একক যাত্রার কার্ড মাত্র ৩০ সেকেন্ডে টিকিট কাউন্টার ও টিকিট বিক্রয় মেশিন থেকে নেওয়া যাবে। আর র‌্যাপিড পাস কার্ড নেওয়ার জন্য ফরম ওয়েবসাইট ও স্টেশনে পাওয়া যাবে।’

No description available.

এর আগে গতকাল (বুধবার) বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে পরের ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন ও জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

বেলা ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল যাত্রা শুরু করে। ২টা ১১ মিনিটের দিকে প্রধানমন্ত্রী আগারগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে আসেন।