ইংলিশ প্রিমিয়ার লীগের(ইপিএল) খেলায় স্ট্রাসবার্গকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে নেইমার এমবাপ্পের পিএসজি। ম্যাচটি বুধবার রাতে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম থেকেই উত্তেজনা বিরাজ করছিলো খেলায়।

ম্যাচ শুরুর মাত্র ১৪ মিনিটে নেইমারের ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে দারুণ গোলে এগিয়ে নিয়েছিলেন মার্কুইনহোস। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। তবে ম্যাচের ৫১ মিনিটে সেই মারকুইনহোসের গায়ে লেগে আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ত্রাসবুর্গ।

কিন্তু অতিরিক্ত সময়ে (৯০+৬) কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে পিএসজির জন্য। এদিন পিএসজি জিতলেও মন খারাপ নেইমারের। কারণ ম্যাচের ৬২ মিনিটে এই খেলোয়াড়কে দেখতে হয়েছে লাল কার্ড। স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।