দেশের পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সবগুলোতেই ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে। সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও উৎসাহী ভোটাররা নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়। এসময় সকলের মধ্যে উত্তেজনা ও ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
সকাল থেকে তীব্র ঠান্ডা ও ঘনকুয়াশা উপেক্ষা করে ভোট দিতে আসেন ভোটাররা। বেলা যত বাড়ছে ততই বাড়ছে ভোটারের সংখ্যা। নারী ও পুরুষ সব রকম ভোটারদের উপস্থিতিতে বেশ উৎসবমুখর পরিবেশই বিরাজ করছে কেন্দ্রগুলোতে। বিচ্ছিন্ন ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে মোতায়েন আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভোট হওয়া পাঁচটি পৌরসভা হলো রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। বাঘা পৌরসভায় মেয়র পদে লড়ছেন চার স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচজন প্রার্থী।
বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার জানান, বিরল পৌরসভায় দুই প্রার্থী, মামুনুর রশীদ ও রেজাউল ইসলাম বাদশা, ১০ই ডিসেম্বর তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বিরল উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বোদা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর ও ২৯ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী একেএম আহাদুল হাসান (জগ) ও আলী আকসাদ ঝন্টুসহ (নারকেল গাছ) তিনজন প্রার্থী লড়ছেন।
বনপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী কে এম জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার লড়াই করছেন।
এছাড়া কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেসব উপজেলার মধ্যে রয়েছে নাঙ্গলকোটের রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী ও দোলখাঁ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, মুদাফফরগঞ্জ দক্ষিণ, লালমাই উপজেলার বাকই উত্তর, পেরুল উত্তর, বরুড়ার বাউকসার ও শাকপুর, দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই দিন মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।