ক্রমবর্ধমান মার্কিন হুমকি মোকাবিলায় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পারমাণবিক অস্ত্রাগার তৈরির আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন।ক্ষমতাসীন দল ওয়াকার্স পার্টির এক বৈঠকে নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বছরের শেষদিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপর পরই এ কথা বলেন কিম।

এসময় মার্কিন নেতৃর্ত্বের প্রতি অভিযোগ করে তিনি আরও জানান, ওয়াশিংটন ও সিউল পিয়ংইয়ংকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং দমিয়ে রাখার চেষ্টা করছে। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ইতোমধ্যে বিশ্ব ভূরাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যেই সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিলেন দেশটির নেতা কিম জন উন।