অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের সিওয়ার্ল্ডের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বেলা ২ টায় ব্রিসবেন থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণে ‘মেইন বিচ’ নামে পরিচিত একটি পর্যটন কেন্দ্রের কাছে এ সংঘর্ষ ঘটে।
কুইন্সল্যান্ড পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষের পর হেলিকপ্টার সি ওয়ার্ল্ড রিসোর্ট এলাকার তীরে বিধ্বস্ত হয়। উপকূল থেকে দূরে হওয়ায় জরুরি পরিষেবাগুলোর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন ছিল। ’
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের (কিউএএস) জেনি শেয়ারম্যান জানান, ‘দুটি হেলিকপ্টারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষে ছয়জন সামান্য আঘাত পেয়েছেন। ’ ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে’ বলেও জানান তিনি।
পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারগুলোর মধ্যে একটি আকাশে উড়ছিল, অন্যটি অবতরণের সময় এ সংঘর্ষ হয়। একটি মাটিতে অবতরণ করতে পারলেও অন্যটি বিধ্বস্ত হয়। ’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের পুলিশ ও জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের ভেতরে থাকা ব্যক্তিদের সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। ’