প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা প্রতিকুলতা মোকাবেলা করে দেশের অগ্রযাত্রা ধরে রেখেছে সরকার। কোন অপতৎপরতা যেন এই অগ্রযাত্রায় বাধা হতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা রক্ষা করা বিশেষ গুরুত্বপূর্ণ। সেই আইনশৃঙ্খলাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে পুলিশ বহিনীকে। দেশ এবং জনগনের স্বার্থে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশের অর্থনৈতিক যে অগ্রযাত্রা হয়েছে তা একদিনে আসেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য শ্রম দিতে হয়েছে। কেউ যেন এই অগ্রযাত্রাকে নসাৎ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান প্রধামন্ত্রী।

তিনি বলেন, হ্যাঁ, আন্দোলন সংগ্রাম করবে, জনগণকে নিয়ে করবে। কিন্তু সেখানে কেউ যদি কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চালায়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সবাইকে নিতে হবে।

তিনি আরও বলেন, দল-মত অনেক কিছু থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের উন্নয়নে কোনো কাজ যেন কেউ ধ্বংস করতে না পারে, কোনো কাজে যেন কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। সেদিকে বিশেষভাবে আপনাদের দৃষ্টি দিতে হবে।

অতীতের অবদানের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশের এ অগ্রযাত্রায় আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। যেহেতু আপনারা… অনেক দুর্যোগ  এসেছে, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, সেগুলো আপনারা কঠোর হস্তে দমন করেছেন, জঙ্গিবাদ দমন করেছেন, পাশাপাশি আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন।

শেখ হাসিনা বলেন, একটি দেশের আইনশৃঙ্খলা হচ্ছে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয়। সেই আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা, এ দায়িত্ব কিন্তু পুলিশ বাহিনীকেই করতে হয়। আসলে পুলিশ বাহিনীর ওপর দায়িত্বটা বেশি।

তিনি বলেন, আমরা এমনিতে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া বা সেক্টরভিত্তিক আমরা বাহিনী করে দিয়েছি। সার্বিকভাবে আসলে পুলিশ বাহিনীর দায়িত্ব বেশি।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ হবে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট বাংলাদেশ। উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবো। সে লক্ষ্য পূরণের জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।