আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবার পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারলে আর কোনো ছাড় দেয়া হবে না। যে হাত দিয়ে তারা মানুষ পোড়াবে সেই হাত দিয়েই তাদেরকেও পোড়ানো হবে।
আজ (শনিবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে আছে। দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা।
২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হলো প্রথম যৌথ সভা। আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা।
সভার শুরুতে বক্তব্য রাখেন দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীত উপেক্ষা করে দেশের দূর-দূরান্ত থেকে দলীয় নেতারা টুঙ্গিপাড়ায় আসায় কৃতজ্ঞতা জানান তিনি। এসময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। নির্বাচিত নতুন কমিটির সদসরাও মানুষের পাশে থেকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
বিএনপি’র নির্বাচনবিরোধী অপতৎপরতার কথা তুলে ধরে দলীয় প্রধান বলেন, নির্বাচন প্রতিহতের নামে তারা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তা দেশের মানুষ কখনো ভুলবে না। সব ষড়যন্ত্র আর বাধা পেরিয়ে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
সভা শুরুর আগে গোপালগঞ্জের উন্নয়নে ২৯টি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে নির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় প্রধান শেখ হাসিনা। পরে ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন শেখ হাসিনা।