বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে নিষেধাজ্ঞা আসা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মহানগর উত্তর।
নিষেধাজ্ঞা নিয়ে সরকারের পক্ষ থেকে দূতাবাসকে সতর্ক থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের যে অবস্থা, তাতে নিষেধাজ্ঞা আসবে এটাই স্বাভাবিক। কারণ এখানে ভালো কিছু হচ্ছে না। গুম খুন করা হচ্ছে। দূতাবাসের কাজ হলো জনগণের পক্ষে কাজ করা। নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ তাদের না।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে একটা ট্র্যাকে আসতে হবে। সেজন্যই তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রুপরেখা ঘোষণা করেছেন। এই ২৭ দফা আমরা যদি করতে না পারি, তাহলে বাংলাদেশ পরিচালনা করাটা সম্ভব হবে না। এখানে কোনো অপসন নাই।’
আওয়ামী লীগের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘এরা এখন স্মার্ট বাংলাদেশের কথা বলছে। স্মার্টনেসের দুটা অর্থ আছে। একটা হচ্ছে ভালো কাজের স্মার্টনেস। আরেকটা অর্থ হচ্ছে, আপনাকে প্রফেশনালি চুরি করতে হবে, কিভাবে ব্যাংক লুট করতে হয় তা শিখতে হবে। ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করার মতো আপনার স্মার্টনেস থাকতে হবে। আমরা সেই স্মার্টনেস বাংলাদেশের কথা বলছি না। আমরা বলছি, বাংলাদেশ যে গভীর গর্তের মধ্যে ডুবে আছে, পড়ে আছে সেখান থেকে বের করে এনে, সেখানে থেকে ট্র্যাকে আনার জন্য ২৭ দফা। ওই গর্ত থেকে এনে আপনি যদি ট্র্যাকে বসাতে পারেন এরপর আপনি দেশ পরিচালনা করতে পারবেন।’
ঢাকা উত্তর ড্যাবের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবী উল্লাহ নবী, ড্যাবের মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. বজলুল গনি ভুঁইয়া প্রমুখ।












