১০ দফা দাবিসহ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করছে বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি। ইতোমধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি।
নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এই কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ২৫ জানুয়ারি দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কর্মসূচি ঘোষণা দিতে পারে।
এছাড়া যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে।
অলি আহমদের এলডিপি দুপুর ২টায় পান্থপথে এফডিসি সংলগ্ন অফিসের সামনে সমাবেশ করার কথা রয়েছে।
একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। এছাড়াও সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এই পালন করছেন।
১২ দলীয় জোট ১৬ জানুয়ারি পরিবর্তে ১৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশ ও মিছিল করবে বলে জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।