আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে। হতাশা থেকে অসুস্থতা শুরু হয়েছে বিএনপি নেতাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডোনাল্ড লুর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে। হতাশা থেকে এখন তারা অসুস্থতায় পড়েছেন। ৫৪ দলের নেতারা ৫৪ মতে বিভক্ত। বিএনপির আসল নেতারা হাসপাতালে। আর পাতি নেতারা বলছেন, সুনামি নামিয়ে সরকার হটাবেন।’

আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের সাগরের উত্তাল ঢেউ দূরে থাক নদীতেও ঢেউও তুলতে পারলো না বিএনপি। তারা আবার সরকার পতন ঘটাবে কীভাবে?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হতাশায় বিএনপি জোটের বাজার ভেঙে যাচ্ছে। এ হতাশার জোট দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দুরাশার বাণী। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। নির্বাচন করবে নির্বাচন কমিশনার।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাকিস্তান ছাড়া কোথাও নেই। তত্ত্বাবধায়কের কথা ভুলে যান। আইনি মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগ প্রশ্নই আসে না। বিএনপির অস্বাভাবিক আবদার পরিবর্তনে সাপোর্ট না দেওয়ার কারণে তারা নির্বাচন কমিশন চায় না।’

আন্দোলনের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে, সেটা আমরা জানি। যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছেন, তাদেরও খবর আছে।’