ফরাসি ফুটবলের ষষ্ঠ সারির ক্লাব পি দে কেসেল’কে গোলে ভাসিয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠল ক্রিস্তফ গালতিয়ের দল। ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ বত্রিশে সোমবার রাতে ৭-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। ষষ্ঠ সারির এই ক্লাবের জালে কিলিয়ান এমবাপ্পে একাই দিয়েছে ৫ গোল। আর এর মধ্য দিয়ে ফরাসী কাপে শেষ ষোলোয় উঠেছে পিএসজি।
ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে দশ মিনিটেই সফলতা আসে। কিন্তু অফসাইডের কারণে এমেবাপ্পের সেই চেষ্টা বিফল হয়। খেলায় প্রথম গোল আসে ২৯ মিনিটে। নুনো মেন্দেসের পাস থেকে গোল করেন এমবাপ্পে। ৩৪ মিনিটে আবারও এই ফরাসী কেসেলের জালে বল পাঠান।
এমবাপ্পের পাসে এবার তৃতীয় গোলটি করেন নেইমার। ৪০ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিক পূরণ হয। পতুগীজ মিডফিল্ডার ভিভিনির থ্রু বল ডি বক্সে ধরে প্রতিপক্ষের জালে বল পাঠান এমবাপ্পে।
প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়য়ার্ধেও কেসেলকে চেপে ধরে পিএসজি। এর ফলাফল আসে ৫৬ মিনিটেই। নেইমারের অসাধারণ পাসে বিনা বাধায় গোল করেন এমবাপ্পে।
৬৪ মিনিটে আবারও সেই নেইমারের পাসে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সলের। ৭৯ মিনিটে সলের পাস থেকে নিজের পঞ্চম গোলটি করেন এমবাপ্পে। ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও ৭ গোলের পুজি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।