পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম গ্রেড-১ কর্মকর্তার পদোন্নতি পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বুধবার (২৫ জানুয়িারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পুলিশের এই দুই কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতির সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছে।

কামরুল ইসলাম ১২তম বিসিএস ও মনিরুল ইসলাম পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা।

২০২১ সালের ১৪ই মার্চ এসবি প্রধানের দায়িত্ব পান মনিরুল ইসলাম। সেসময় তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম বিভাগের প্রধান ছিলেন। এরপর গেল বছরের জানুয়ারিতে তিনি অতিরিক্তি আইজিপি হিসেবে পদোন্নতি পান।