অপশক্তি রুখতে সারা দেশের পাড়া মহল্লায় আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেনদলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সা¤প্রদায়িক শক্তিকে কোন ছাড় দেয়া হবে না। আজ (বৃহস্পতিবার) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন কর্মসূচি দিয়ে মাঠে থাকতে হবে নেতাকর্মীদের। বিএনপিকে মাঠ ছেড়ে দিলেতারা নাশকতা করতে পারে বলে।
বিএনপির চার দিনের কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই। নির্বাচন পর্যন্ত রাজপথে ছিলাম, আছি, থাকব। আমাদের প্রতিদিন কর্মসূচি আছে। গণসংযোগ, শীতবস্ত্র বিতরণ সব কর্মসূচি আছে।”
এসময় রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক পাহারায় থেকে প্রতিদিন কর্মসূচি রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “কোনো অপশশক্তিতে আগুন নিয়ে বাংলার মাটিতে খেলতে দেব না। তাদের খালি মাঠ দিয়ে দেব? পরিবহন ভাঙচুর করবে? বিদ্যুুৎ অফিস জ্বালিয়ে দেবে? তারা রেল স্টেশন, রেললাইন পুড়িয়ে দেবে? রাস্তার পাশের গাছ কেটে দেবে? সেই সুযোগ তাদের দেব না।
কাদের বলেন, বিএনপি গণতন্ত্রের পথে কখনও চলে না। তারা যে পথে আন্দোলন করতে চায়, তাদের সেই সাম্প্রদায়িক কায়দা, জঙ্গিবাদী কায়দা, সন্ত্রাসী কায়দার জবাব দেওয়া হবে।
দেশে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্রের চর্চা হয় দাবি করে তিনি বলেন, “ফখরুল সাহেব কবে আপনি সাধারণ সম্পাদক হয়েছেন আপনাদের মনে আছে? এর মধ্যে আমরা তিনটি সম্মেলন করে ফেলেছি। সময়ের আগেই আমাদের সম্মেলন হয়েছে। জেলা, উপজেলা পর্যায়েও বেশির ভাগ সম্মেলন আমরা করে ফেলেছি। কিন্তু বিএনপির কোনো সম্মেলন হয়নি।”
দেশে ২১ বছর গণতন্ত্র ছিল না মন্তব্য করে কাদের বলেন, “আমরা ৫০ বছরের স্বাধীনতার পুরোটা আমরা গণতন্ত্রে থাকতে পারিনি। সামরিক, আধা সামরিক আর খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল কেমন গণতন্ত্র ছিল সবাই দেখেছেন।”
পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ছাড়া শান্তিপূর্ণভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করেনি উলেখ করে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পর তারা বাড়িতে গিয়ে দেখেন গ্যাস-পানি-বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন।”
পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামন্ডপে সরস্বতী পূজা পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন সা¤প্রদায়িকতা ও জঙ্গিবাদ এখন সবার অভিন্ন শত্র“। তা রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি।