শুরুতে গোল খেয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্প্যানিশ কোপ দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল (বৃহস্পতিবার) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

ঘরের মাঠে এদিন রিয়াল মাদ্রিদেও শুরুটা মোটেও ভালো ছিল না। প্রথম ৪৫ মিনিটে অপরিকল্পিত, হতাশাজনক ফুটবল খেলে দলটি। নবম মিনিটে সহজ সুযোগ মিসের পর ম্যাচের ১৯তম মিনিটেই পিছিয়ে পড়ে দলটি। লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় অ্যাতলেতিকো।

১৯তম মিনিটে বাঁ দিক থেকে উঁচু করে ডি-বক্সে ক্রস বাড়ান কোকে, অপ্রস্তুত রিয়াল রক্ষণকে ফাঁকি দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে নাহুয়েল মোলিনা পাস দেন ছয় গজ বক্সে। তার দিকে গোলরক্ষক আগেই এগিয়ে যাওয়ায় ফাঁকা জালে বল পাঠান মোরাতা। বিরতির পর আর কোনো দলই পায়নি গোলের দেখা।

বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে ভালো সুযোগ পান বেনজেমা, তবে সতীর্থের কাটব্যাক ঠিকমতো নিয়ন্ত্রণেই নিতে পারেননি তিনি। ৫৭তম মিনিটে আরেকটি সুযোগ মিস করেন তিনি। ৭৯তম মিনিটে ভালভেরদের বদলি নেমে দলকে সমতায় ফেরান রদ্রিগো। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে কামাভিঙ্গাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্তেফান সাভিচ। এর পাঁচ মিনিট পর গোল খেয়ে বসে তারা। দলকে এগিয়ে নেন বেনজেমা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

সেমি-ফাইনালে ওঠা অন্য তিন দল হলো- বার্সেলোনা, আথলেতিক বিলবাও ও ওসাসুনা। আগামী ৩০শে জানুয়ারি ড্রয়ে নির্ধারিত হবে, ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে।