ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রায় শেষের পথে আর এমন সময়ে প্রতিদিনই ভিড় বাড়ছে। আজ (শুক্রবার) ছুটির দিনে রীতিমতো মানুষের ঢল নেমেছে। স্টল আর প্যাভিলিয়নগুলোয় ক্রেতাদের উপচেপড়া ভিড়। ব্যবসায়ী ও বিক্রেতারা জানালেন, মেলায় বিক্রি এখন অনেক বেড়েছে। এবার প্রত্যাশার তুলনায় অনেক বেশি লোক সমাগম হয়েছে বলে জানালেন মেলার আয়োজকরা।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলা কানায় কানায় ভরে গেছে। দুপুরের পর থেকেই বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম। স্টলগুলোতে নারীদের ভিড় ছিল বেশি। পরিবার পরিজন নিয়ে অনেকেই মেলায় এসেছেন। মেলায় যে পণ্যগুলো বেশি বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে- প্লাস্টিক পণ্য, ক্রোকারিজ, হোম টেক্স ও পোশাক।

প্রতিবছর বাণিজ্য মেলায় বিভিন্ন কোম্পানি নতুন ডিজাইনের নানা ধরণের পণ্য নিয়ে আসে। এসব পণ্য কিনতে মেলায় ভিড় করেন ক্রেতারা। শুক্রবারে ছুটির দিনে সেই ভিড় আরও বাড়ে। মূল্যছাড় সহ নানা অফারে হুমড়ি খেয়ে পণ্য কিনছেন ক্রেতারা।

নতুন ধরণের ও ডিজাইনের পণ্যের চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। মেলার আয়োজকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার স্টল সংখ্যা যেমন বেশি, তেমনি মানুষের ভিড়ও বেশি। বিক্রিও গেলো বছরের তুলনায় বেড়েছে।

মেলা ঘুরে ফেরার পথেও বাস কাউন্টারেও দর্শনার্থীদের লম্বা লাইন দেখা গেছে। তবে বাস বেশি থাকায় লাইনে কাউকে অপেক্ষা করতে হচ্ছে না। শেষ শুক্রবার বিবেচনায় রেখে মেলায় যাতায়াতে নতুন করে প্রায় ৬০টির মতো বাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭ তম আসরের ২৭তম দিন আজ। ৩১ জানুয়ারি শেষ হবে আন্তর্জাতিক এই মেলা। আগামীকাল শনিবারও ছুটি থাকায় মেলায় ভিড় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।