অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। গতকাল (শুক্রবার) মেলবোর্নের রড ল্যাভার এরিনায় আমেরিকান তারকা টমি পলকে ৭-৫, ৬-১, ৬-২ ব্যবধানে হারিয়েছেন তিনি।

এ নিয়ে দশমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার সামনে দাঁড়িয়ে নোভাক জকোভিচ।

তিন সেটের ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের মধ্যে। তবে শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে প্রথম সেট জিতে নেন জকোভিচ। দ্বিতীয় সেটে জকোভিচের সামনেই দাঁড়াতেই পারেননি টমি পল। এই সেট জকোভিচ জেতেন ৬-১ ব্যবধানে। তৃতীয় সেটেও দাপট দেখন জকোিিভচ। ৬-২ ব্যবধানে জিতে পৌঁছে যান ফাইনালে।

এই দু’জনের মধ্যে ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াই হয়েছে। ফাইনালে নোভাক জকোভিচের প্রতিপক্ষ গ্রিসের টেনিস খেলোয়াড় স্টেফানোস সিসিপাস। তার সঙ্গে ফাইনালে সাক্ষাৎ হবে জকোভিচের। এই ম্যাচ জিতলেই রাফায়েল নাদালের সমান শিরোপা হয়ে যাবে নোভাকের।