দীর্ঘ মেয়াদী সংকট কাটাতে দেশের আর্থিক ব্যবস্থার কিছু সংস্কার আনার ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা।

আজ (শনিবার) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আর্থিক খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে তারা বলেন, দেশের অর্থনীতির চ্যালেঞ্জ যেমন আছে তেমনি সম্ভাবনাও কম নেই।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণ দেয়ার জন্য কোন শর্ত দেয়নি, তবে পরামর্শ দিয়েছে এবং সেগুলো যৌক্তিক বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দুদিনের সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন একোনোমিক মডেলিং সানেম। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে বার্ষিক এই সম্মেলনে যোগ দেন দেশের এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দেড় শতাধিক অর্থনীতিবিদ।

দেশের অর্থনীতির বর্তমান ও আগামীর চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন অর্থনীতিবিদরা। বলেন, দীর্ঘ মেয়াদী সংকট কাটাতে আর্থিক ব্যবস্থার কিছু সংস্কার দরকার। ব্যাংক খাত থেকে শুরু করে কর ব্যবস্থায় সংস্কার আনা জরুরি বলে মত দেন তারা।

সম্মেলনে যোগ দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, আইএমএফ যে সকল সংস্কারের কথা বলেছে সেগুলো বিবেচনা করা হচ্ছে। যেসব জায়গায় সংস্কার করা প্রয়োজন সরকার তা করছে।

রপ্তানি আয় ও প্রবাসী আয়ের ইতিবাচক চিত্র তুলে ধরে আগামী দুই মাসের মধ্যে দেশে ডলার সংকট কেটে যাবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী।