বিএনপি জোট ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা কখনই পূরণ হবে না বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, বিএনপির সাথে জনগণ নেই। ঢাকার কামরাঙ্গিরচরে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারে আন্দোলন ভেসে যাবে।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশএগিয়ে যাবে।

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস-জঙ্গিবাদ নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গিরচরে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ। বিভিন্ন ওয়ার্ড থেকেআওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যোগ দেন সমাবেশে।

সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের সিনিয়র নেতারা বলেন, রাস্তায় গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। তাদের ষড়যন্ত্র আর কোনদিন সফল হবে না।

সমাবেশেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবলেন বিএনপি জোটের ৫৪ দল ও ২৭ দফার সঙ্গে দেশের মানুষ নেই। তারা রাজনীতি ও সংসদকে হেয় করতেই হিরো আলমদের মাঠে নামিয়েছে।

মানুষের জানমাল রক্ষায় আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বলেও ঘোষণা দেন ওবায়দুল কাদের। বিএনপি জোটের সড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

চাঁদাবাজ মাদক করাবারিরা আওয়ামী লীগের স্থান পাবে না বলেও নেতাকর্মীদের সতর্ক করেন ওবায়দুল কাদের।