ফরাসি লিগ কাপ কুপ দে ফ্রান্সের শেষ ষোলো থেকে বিদায় নিল পিএসজি। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মার্সেইর বিপক্ষে নকআউট ম্যাচে ১-২ গোলে হেরে যায় মেসি-নেইমাররা।
খেলার শুরু থেকেই পিএসজিকে চাপে রাখে মার্সেই। সার্জিও রামোসের ফাউলের পর ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন সানচেজ। প্রতিশোধের গুণে পুড়তে থাকা রামোসই পিএসজির হয়ে ব্যবধান কমিয়ে ১-১ স্কোরলাইনে দাঁড় করান ম্যাচ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলটি করেন স্প্যানিশ এ তারকা।
প্রথমার্ধে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধ ভালো যায়নি পিএসজির। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় ইউক্রেন মিডফিল্ডার রসলান মালিনোভস্কির গোলে এগিয়ে যায় মার্সেই। ব্যবধান হয় ২-০। এরপর আর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি পিএসজি। নির্ধারিত সময় শেষে ২-১ গোল ব্যবধানে হারের বন্দরেই তরী ভিড়লো পিএসজির।