উদ্ধার কাজে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমের ৪৬ সদস্য। আজ (শুক্রবার) সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
উদ্ধারকারী দলটি এয়ারপোর্ট থেকে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামান এলাকার উদ্দেশে বাসে করে রওনা হয়েছে। তুরস্কে উদ্ধার কাজে যাওয়া দলটিতে রয়েছে ফায়ার সার্ভিসের ১২ সদস্য। এছাড়া সেনাবাহিনীর ২৪ জনের একটি উদ্ধারকারী টিম ও ১০ জন চিকিৎসক রয়েছে দলে। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিন, পিএসসি।
প্রায় ২৪ ঘণ্টার যাত্রা শেষে উদ্ধারকারী দলটি এয়ারপোর্টে পৌঁছায়। তারা ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য তুরস্ক জনগণের মাঝে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং মেডিকেল সহায়তা প্রদান করবেন।
উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে আঘাত হানে চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের পরে আঘাত হানে আরও শতাধিক আফটারশক। এর মধ্যে কয়েকটি ছিল বেশ শক্তিশালী।