বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলায় রংপুর রেঞ্জার্সকে ৭০ রানের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরকে হারিয়ে টানা নবম জয় পেল লিটন দাসের দল। আর তাতে শীর্ষস্থানটা এক প্রকার ছিনিয়ে নিয়েই কোয়ালিফায়ারে গেল কুমিল্লার দলটি।

আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলার শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাসের ব্যাটে ভর করে ভালো সূচনা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলীয় ৪৩ রানে রিজওয়ান ফিরে যাওয়ার পর ৬৩ রানের মাথায় একই পথ ধরেন সুনীল নারিন। ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফেরার আগে কুমিল্লার স্কোরবোর্ডে ১০১ রান তুলে দিয়ে যান লিটন দাস। চারটি উইকেট হারানোর পর জাকের আলী ও খুশদিল শাহর ব্যাটিং ঝড়ে ১৭৭ রানে রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৭৮রান।

জবাবে ব্যাটিং করতে নেমে ৩১ রানের মাথায় চার উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে রংপুর রেঞ্জার্স। এই বিপর্যয়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। দলের হয়ে রহমানউল্লাহ গুরবাজের ২৯ রানই সর্বোচ্চ। একের পর এক ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১০৭ রানেই থামে রংপুরের ইনিংস। ফলে ৭০ রান ব্যবধানের এক বিশাল জয় তুলে নিয়ে টানা নবম ম্যাচে অপরাজিত থাকলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।