স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। পরবর্তীতে সারা দেশের মানুষকে এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী অটিটেরিয়ামে মানিকগঞ্জে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে উদ্ভাবনীয় পদক্ষেপ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় অতি দরিদ্র পরিবারের সকল সদস্যকে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। বর্তমানে প্রকল্পটি ছয়টি জেলায় চলবে।’’
মন্ত্রী বলেন, ‘প্রতিটি পরিবারকে প্রতি বছর ৫০ হাজার টাকার প্যাকেজে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে। প্রথমে এমন ব্যবস্থা সরকারি হাসাপাতালে করা হলেও পরে বেসরকারি হাসপাতালগুলোকে এর আওতায় আনা হবে।’
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্ম সচিব মো. হেলাল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুলপ্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিপ্তরের মহাপরিচালক এনডিসি সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটো মিঞা ও কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যাপক জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।