বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন -বিএসজেএ অ্যাওর্য়ার্ড নাইট-২০২৩।শনিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামপ্রাঙ্গন ক্রিকেটার, ফুটবলার, সংগঠক, পৃষ্টপোষক ও সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে গত দশ বছরে দেশের ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য খেলোয়াড়, কোচ, রেফারি, সংগঠক, পৃষ্ঠপোষক ও এসোসিয়েশনকে বিভিন্ন ক্যাটেগরিতে সর্বমোট ৪৬টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানের মধ্যমনি হয়ে ছিলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইলে রাজনৈতিক কাজ শেষ করে আটটা নাগাদ অনুষ্ঠানস্থলে যোগ দেন। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সাকিবের হাতে মাশরাফির পুরষ্কার তুলে দেওয়া। ছেলের অসুস্থতার কারণে মুশফিক আসতে না পারায় পঞ্চপাণ্ডবকে এক মঞ্চে তোলা সম্ভব হয়নি। তামিম-মাহমুদ উলাহদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াও লিটন-মিরাজ-আকবরদের মতো তরুণ ক্রিকেটাররা আলো ছড়িয়েছেন বিএসজেএ অ্যাওয়ার্ড নাইটে।
ক্রিকেটের বাইরে নারী ফুটবল দলের অধিনায়ক সালমা খাতুন, গলফার সিদ্দিকুর রহমান, আর্চার রোমান সানা, ফেন্সার ফাতেমা মুজিব, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত অনুষ্ঠান আলোকিত করেছেন। বিএসজেএ অ্যাওয়ার্ড নাইটের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল রেড কার্পেট। আরিফুল ইসলাম রনির উপস্থাপনায় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদরা অনুষ্ঠান স্থলে এসে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।
৪৬টি অ্যাওয়ার্ডের মধ্যে ২০২০ সালের অ্যাওয়ার্ডটি বেশ আকর্ষণীয়। করোনার অতিমারির সময়টাতে প্রথম দুই বছর কঠিন সময়ে পার করেছে দেশের মানুষ। করোনাকালীন ওই সময়টাতে কিছু মানুষের সাহসী ভূমিকা বেশ আলোচিত হয়েছিল। এমন ৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে বিএসজেএ। তারা হচ্ছেন তামিম ইকবাল, আরিফা জাহান বিথী, সংগঠক আব্দুল গাফফার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বৈশ্বিক কোনও টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ওই বছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রধান করে বিএসজেএ।