রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ (রোববার) সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শাহাবুদ্দিন চুপ্পু ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে দলের পক্ষ থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তিনিই একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
গত ৭ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভা থেকে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। সংসদের বিরোধী দল এ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না।
একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯শে ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য এই পদে বহাল থাকেন। দেশের সংবিধানে একজন দুবারের বেশী রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ২০১৮ সালের ২৪শে এপ্রিল দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেন। আগামী ২৩শে এপ্রিল রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে।