নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আটটার দিকে মারা যান তিনি। এ নিয়ে দেশে এ বছর নিপাহ ভাইরাসে আটজনের মৃত্যু হলো। আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। নিহত শাহ আলম (২২) নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শাহ আলম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তার মৃত্যু হয়।’
মৃতের পরিবার সূত্রে জানা যায়, শাহ আলম একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার (৯ই ফেব্র“য়ারি) হঠাৎ শরীরে জ্বর অনুভব করেন। এরপর ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়। পরদিন (১০ই ফেব্র“য়ারি) জ্বর আরও বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।