তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর এখনো উদ্ধারকাজ চলছে। সময় যত গড়াচ্ছে, জীবিত কাউকে উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে ভূমিকম্পের এক সপ্তাহ পর অর্থাৎ ১৭৮ ঘণ্টা পর তুরস্ক থেকে এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয় গতকাল। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৮২ ঘণ্টা পর ১৩ বছরের আরো এক ছেলে শিশুকে উদ্ধার করা হলো। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। খবর বিসিসি

১৭৮ ঘণ্টা পর উদ্ধার করা ওই শিশুর নাম মিরে। সে প্রায় সাড়ে সাতদিন ধ্বংসস্তূপের নিচে ছিল। তাকে উদ্ধার করার পর উদ্ধারকর্মীরা আনন্দে ফেটে পড়েন। সবাই চিৎকার করে বলতে থাকে ‘আল­াহ মহান’। এক সপ্তাহ পর ১৩ বছরের শিশুকে উদ্ধার করে উদ্ধার কর্মীরা বলেন এটা কীভাবে সম্ভব। পানি ছাড়া এতদিন বেঁচে থাকা অসম্ভব।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে এ পর্যন্ত ৩৫ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে লাখ লাখ মানুষ। তুরস্ক ও সিরিয়াতে এখন ভয়াবহ ঠাণ্ডার কারণে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। ফলে ক্ষয়ক্ষতি এবং মৃত্যু সংখ্যা আরও বাড়ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিরে আদিয়ামান শহরে সোমবার উদ্ধার করা তরুণী- একটি স্ট্রেচারে সংযুক্ত ছিল এবং উদ্ধারকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়া। এ সময় উদ্ধারকর্মীরা তার বড় বোনকে খুঁজতে থাকে। তাদের আশা তার বড় বোনও হয়ত বেঁচে আছে।