স্প্যানিশ লা লিগায় এলচেকে বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (বুধবার) রাতে ৪-০ গোলে জিতেছে রিয়াল।
সর্বশেষ দুই ম্যাচে পয়েন্ট হারানো রিয়াল এদিন শুরু থেকেই আক্রমণে যায়। ফল মিলতেও সময় লাগেনি। ম্যাচের অষ্টম মিনিটেই গোলের দেখা পায় তারা। স্কোরশিটে নাম তোলেন মার্কো আসেনসিও।
এরপর ৩১তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় দলটি। বেনজেমার হেডে বল রোকোর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে ব্যবধান বাড়ান বেনজেমা।
প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোল কওে ম্যাচ একপেশে করে ফেলে রিয়াল। এবারও গোল আসে পেনাল্টি থেকে। বক্সে এলচের গঞ্জালেস রিয়াল স্ট্রাইকার রদ্রিগোকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যথারীতি পেনাল্টি থেকে গোল করেন বেনজেমা।
৮১তম মিনিটে দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে চলতি লিগে রিয়ালের পঞ্চদশ জয় নিশ্চিত করে দেন মদ্রিচ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরিবাসের শট এক ডিফেন্ডার কোনোমতে পা দিয়ে আটকালে ব্যবধান বাড়েনি।
গোটা ম্যাচে সাতবার রিয়াল রক্ষণে হানা দিয়েছে এলচে। তবে কোনো শট তারা লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ২৬ আক্রমণ কওে ১৩ শট লক্ষ্যে রেখেছে রিয়াল।
এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল তার রিয়াল। ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা; ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।