সাগরপথে ইন্দোনেশিয়ায় গেছে ৬৯ রোহিঙ্গা। নৌকাটি বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের আচেহ প্রদেশে পৌঁছায় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। আচেহে পৌঁছানো রোহিঙ্গারা বাংলাদেশ থেকে গেছেন দাবি করেছে স্থানীয়রা।
এর আগে ২০২২ সালে ৫০০ জনেরও বেশি রোহিঙ্গা সাগর পাড়ি দিয়ে আচেহ প্রদেশে আশ্রয় নেয়। সর্বশেষ গত জানুয়ারির শুরুর দিকে একটি নৌকায় করে ১৮৫ রোহিঙ্গা প্রদেশটির উপকূলে কুয়ালা জিজিয়েং সৈকতে পৌঁছান।
ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় একটি গ্রামের লোকজন খাবার ও পানি নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। গ্রামটির প্রধান জানান, ওই রোহিঙ্গারা ইন্দোনেশিয়ায় আসার উদ্দেশ্যেই সাগর পাড়ি দিয়েছেন। নৌকায় কোনো সমস্যার কারণে তারা সেখানে পৌঁছেছে, বিষয়টি এমন নয়।
এর আগে ২০২২ সালে ৫০০ জনের বেশি রোহিঙ্গা সাগর পাড়ি দিয়ে আচেহ প্রদেশে আশ্রয় নেয়। সর্বশেষ গত জানুয়ারির শুরুর দিকে একটি নৌকায় করে ১৮৫ রোহিঙ্গা প্রদেশটির উপকূলে কুয়ালা জিজিয়েং সৈকতে পৌঁছান।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতন–নিপীড়ন, জ্বালাও–পোড়াওয়ের মুখে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১১ লাখের বেশি। তাঁরা দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
এদিকে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রোহিঙ্গাদের মৃত্যুর ঘটনাও কম নয়। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, প্রায় এক দশকের মধ্যে ২০২২ সালে সাগরে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ মৃত্যুর সংখ্যাটা যে কত তার সঠিক হিসাব পাওয়া যায়নি।