রাজধানীর গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। আজ (রোববার) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনটিতে আগুন লাগে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতায় প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ভবনের আশপাশ। এ কারণে কাজ করতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা । আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়ে চারজন আহত হয়েছে। ভবন থেকে ৬জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনেকে আটকা পড়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স।
ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি।তাঁদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।