ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। নন্দিত এই অভিনেত্রেীর জন্মদিন আজ। অন্য সময়ের চেয়ে এবারের জন্মদিনটি তিশার কাছে একদমই ভিন্ন। কারণ, এবারই প্রথম তিনি জন্মদিন পালন করছেন মেয়ে ইলহামকে নিয়ে। প্রথম প্রহরে কেটেছেন কেক।

এদিকে আজ (রোববার) তিশার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বেশকিছু ছবি শেয়ার করেছেন।

শেয়ার করা এসব ছবিতে দেখা যায়, তিশার জন্মদিন উপলক্ষে ফারুকী এবার দুটি কেক এনেছেন। একটি তার পক্ষ থেকে, অন্যটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের ছবি শেয়ার না করলেও তার ছোট হাতে কেক কাটার একটি ছবি পোষ্ট করে তিনি।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!

১৯৮২ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামের নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিশা।

২০০৩ সাল থেকে ব্যস্ত হয়ে পড়েন অভিনয় ও মডেলিংএ। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক ও বেশকিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিশা। তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটি।