মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে নামে মানুষের ঢল। মানুষের ঢল যেন ফিরিয়ে দেয় বায়ান্নের অনুভূতি। একুশের চেতনায় অসম্প্রদায়িক দেশ গড়ার শপথ নেন তারা। অনেক দাম দিয়ে কেনা বাংলাভাষা ও বর্ণমালার প্রতি সালাম-বরকত-রফিক-জব্বারের আত্মত্যাগ আরও একবার মনে করিয়ে দেয় বাংলা মায়ের ভাষা।
প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। এর পর পরই শহীদ মিনারে নামে মানুষের ঢল। নগ্ন পায়ে শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষের হাতে ছিল নানান রকমের ফুল। তাদের বেশিরভাগের পরনে ছিল কালো পাঞ্জাবি, শাড়ি। অনেকে বুকে লাগিয়েছেন কালো ব্যাজ। জানান আজকের এইদিনে তাদের প্রত্যাশার কথা।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে, বুক ভরা অংহকার নিয়ে সম্মান জানান ভাষা শহীদদের। বাংলা ভাষার চর্চা-বাংলা ভাষার ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ঢাবি উপাচার্য আকতারুজামান ও বিভিন্ন পেশার মানুষ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা। বাংলা ভাষার রক্তক্ষয়ী গৌরবের ইতিহাস আরও বি¯তৃত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, বলছেন আগতরা।