শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই তুরস্কে আবারও দু’টি ভূমিকম্পে ৩ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার (২০শে ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে হাতায় প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের কয়েক মিনিট পর ৫ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়।

এরপর আরও ৩১টি কম্পন অনুভূত হয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। ধ্বংসস্তুপে আটকে পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে আবারও কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।

শুধু তুরস্ক নয়, পাশের দেশ সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরাইল ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে। এরইমধ্যে সতর্কতা জারি করেছে তুরস্ক সরকার। ভূমিকম্পে যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে প্রবেশ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ৬ই ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের পর আবারও ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মাঝে।