নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাসের লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, জাকারিয়া, আব্দুল্লাহ আল মামুন, সজীব হোসেন ও মো. রুবেল সরকার।
স্থানীয়রা জানায়, দগ্ধ চারজন ওই এলাকায় আত্মীয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। সেখানেই গ্যাসের লিকেজ থেকে আগুন লাগলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে জাকারিয়ার শরীরের ৪০ শতাংশ, আব্দুল্লাহ আল মামুনের শরীরের ৩০ শতাংশ, সজীব হোসেনের শরীরের ২৮ শতাংশ ও রুবেলের শরীরের ২৩ শতাংশ পুড়ে গেছে।