চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) রাতে মার্কেটটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১২টা কিছুক্ষণ পরে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করে। সেখানে ছাপাখানা ছাড়াও আরো কয়েকটি দোকানে রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরে একটি দোকানের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতের পরিচয় জানা যায়নি।
কিভাবে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।