যে কোন বড় দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির ৯০ শতাংশই এখন ফায়ার সার্ভিসের রয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
আজ (বুধবার) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকায় অনেক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সেগুলোতে সিটি করপোরেশন ও রাজউক এর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হবে।
সংবাদ সম্মেলন শেষে তুরস্কে উদ্ধার কাজে অংশ নেয়া উদ্ধারকারী দলের সদস্যরা তাদের অভিজ্ঞতার তুলে ধরেন।
তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় ১৩ দিনের উদ্ধার অভিযান শেষে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকায় ফেরে ৪৬ সদস্যের সম্মিলিত বাংলাদেশ উদ্ধারকারী দল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্ধারকর্মীদের সেখানে কাজ করার অভিজ্ঞতা জানাতে
সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তুরস্কে উদ্ধারকারী দলের দলনেতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপপরিচালক দিলমনি শর্মা জানান, বিদেশের মাটিতে প্রথমবার কাজ করা যেমন চ্যালেঞ্জের তেমনি ঝুঁকিপূর্ণ ছিল। তুরস্কের জনগণের ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়া তাদের বড় স্বার্থকতা বলেও জানান তিনি।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, এমন দুর্যোগ পরিস্থিতিতে কাজ করা ফায়ার সার্ভিসের দক্ষতাই প্রমাণ করে। তাদের সেই সক্ষমতা তৈরি হয়েছে।
তিনি আরও জানান, আমাদের প্রতিরোধমূলক প্রস্তুতি নিতে হবে। দুর্যোগে টিকে থাকা ও ক্ষয়ক্ষতি কমানোর প্রস্তুতি থাকতে হবে। এছাড়া বিধি মেনে ভবন নির্মাণের আহবানও জানান তিনি।