যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের মায়ামীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ৭১ বছর আগে ঢাকায় জীবন উৎসর্গকারী ভাষা বীরদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মরণে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে।

কনস্যুল জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপনা করেন ভাইস কনস্যুল জেনারেল সামাঊল খালিদ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী শেষে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এসময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রফেসর নেছার ইউ আহমেদ আলোচনায় অংশ নিয়ে ভিন্ন দেশের ছাত্রদের ২১ শের উপর আলোচনা করেন।

পরে বিশ্বব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে বিভিন্ন শিল্পীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। একুশের উপর গান পরিবেশন করেন একতারা ফ্লোরিডার শিল্পীরা। এছাড়াও দেশত্ববোধক গান করেন সুমন সিরাজী এবং মো সোহাগ।

এছাড়া এই অনুষ্ঠানকে বিশেষ ভাবে দেখা হয়, কারণ সাত টি বিভিন্ন দেশের এফ আই অউ এর ছাত্ররা বিশ্ব ভাষা দিবস পালন করে।

বিশ্ববিদ্যলয়ের এবং মহানগর স্টেট আওয়ামী লীগসহ সকলের অংশগ্রহণে অনুষ্ঠান কে সাফল্য করায় মিশন প্রধান ইকবাল সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।